app রিভিউ পর্ব ১
একটি app এর রিভিউ
লিংক : https://food-trend.streamlit.app/
এই app টি বাংলাদেশের খাবারের রেস্টুরেন্ট গুলোর উপরে করা, একটা কাজে ডাটাসেট খুঁজতে যেয়ে পেয়ে গেলাম। বাংলাদেশের রেস্টুরেন্ট গুলোর ব্যাপারে ইউজারদের পসিটিভ, নেগেটিভ এবং নিউট্রাল কমেন্টের (টেকনিক্যাল ভাষায় এটিকে বলে সেন্টিমেন্ট এনালাইসিস ) ভিত্তিতে app টি তৈরী করা
ফুড লাভার যে কেউ ট্রাই করে দেখতে পারেন।
ডাটাসেট লিংক : https://data.mendeley.com/datasets/2p5cyjwmrx/1
Published: 13 August 2024
DOI:10.17632/2p5cyjwmrx.1
ব্র্যাক ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীদের করা, খুব সম্ভব ভার্সিটির প্রজেক্ট এর অংশ হিসেবে
জেনুইন ডাটাসেট দিয়ে করা কিনা জানিনা, তবে জেনুইন রিভিউ এর উপরে করা হলে নিঃসন্দেহে দারুন একটি কাজ।
আরেকটা কথা ক্যাগলের পাশাপাশি মেন্ডলী তেও দারুন কিছু ডাটাসেট আছে, যার একটি নিয়ে বর্তমানে আমি কাজ করছি সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার উপর ডাটা এনালিটিক্স (পর্ব ১ )।
এই সিরিজ এর দ্বিতীয় পর্ব আজকে পাবলিশ করবো
Last updated