জুলিয়াস দিয়ে স্ট্যাস্টিকাল টেস্ট

আমরা অনেকেই ডাটা নিয়ে কাজ করতে গিয়ে প্রচুর স্ট্যাটিস্টিক্স শিখতে হবে - এরকম কিছু শুনে এবং বলে থাকি। ডাটা নিয়ে কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে স্ট্যাটিস্টিক্স এর সব কয়টা টেস্ট মাথায় রেখে কাজ করা কি আসলেই সম্ভব ? নাকি কোন টেস্ট কখন এপ্লাই করলে আউটকাম টা পারফেক্ট হবে সেটি জানাটা বেশি দরকার ? এই প্রশ্নের উত্তর আপনার উপরেই ছেড়ে দিলাম।

আমার কাজের অভিজ্ঞতা অনুযায়ী ৫টি স্ট্যাটিস্টিকাল টেস্ট নিয়ে কথা বলবো যেগুলোর application এবং concept যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ডাটা নিয়ে কাজ করাটা খুব সহজ। আরো ব্যাপারটা সহজ হবে যদি সাথে থাকে জুলিয়াস এর মতো একটি AI application

খুব বেশিদিন হয়তো আর অপেক্ষা করতে হবে না, যখন কারিকুলামে নতুন স্ট্যাটিস্টিকাল সফ্টওয়ার include করতে হবে।

https://julius.ai/?via=theorex

Last updated