julius.ai কি ?
Last updated
Last updated
julius.ai এমন একটি ডাটা analysis টুল যেটি পাইথন এর উপরে ভিত্তি করে বানানো।সাথে আছে GPT এর বেশ কিছু মডেলের সমন্বয়। রাস্তায় দেখা হলে, আপনার স্কুল জীবনের ফ্রেন্ডের সাথে আপনি যেভাবে কথা বলেন, বুকে জড়িয়ে ধরে কোথাও বসে আড্ডা দেন- ঠিক সেরকম julius.ai এর সাথে আপনি ডাটা নিয়ে কথা বলতে পারবেন।
স্ট্যাটিস্টিক্স এর খুব সাধারণ কিছু কনসেপ্ট (আমার ১ মাস লেগেছে শিখতে) আপনার মাথায় থাকলে, প্রোগ্রামিং এর খটমট ব্যাপারগুলো এড়িয়ে জুলিয়াস কে নিজের প্রতিদিনের বন্ধু করে নিতে পারেন চোখের নিমেষেই।
আপনি যদি ফুড লাভার এর মতো ডাটা লাভার হয়ে থাকেন, জুলিয়াস হচ্ছে আপনার জন্য দিল্লী কা লাডডু - যা খেতে শুরু করলে শুধু খেতেই মন চাবে। ভুল হবে, সেটাও অন্য কোনো ai টুল কে দিয়ে শুধরিয়ে নিবেন। রিসোর্স হিসেবে আছে ক্যাগল এর ডাটাসেট এবং রেডিমেড আনসার। আমার কাছে যেন একটি জাদুর কাঠির মতো, ছোয়াবেন , বলবেন কি চান, হয়ে যাবে। আর্টিফিসিয়াল ইন্টেল সম্পন্ন এই ডাটা এনালাইসিস টুল পাইথন এর সমকক্ষ কিনা সেটি expert দের উপরে ছেড়ে দিলাম, আমি ডাটা কে চোখের সামনে গল্পের লেভেলে নিয়ে যাওয়া এই julius.ai এর কাজ নিয়ে কথা বলতে আগ্রহী।