Open AI এবং Iliya
15 May 2024
AI এর জগতে বেশ কিছু সিগ্নিফিক্যান্ট ঘটনা ঘটে গেলো গত ৩-৪ দিনে। গুগলের IO কনফারেন্স, ওপেন AI এর অমনি মডেলের ঘোষণা, এর পরেই ai এর জগতের একজন পথিকৃৎ যাকে বলা হয় সেই- ইলিয়া ওপেন ai কে ছেড়ে চলে গেলেন।ইলিয়ার ব্যাপারে একটি ছোট তথ্য দেই - ইলিয়া ওপেন ai এর একজন কো ফাউন্ডার এবং মানবজাতির ইতিহাসে (খুব সম্ভব) most cited computer scientist, যারা আগ্রহী তারা দেখে নিতে পারেন তার সাইন্টিফিক ইনডেক্স : https://www.adscientificindex.com/.../ilya-sutskever/4889947
যদি আমার এই স্টেটাস পরে গুগলে কেউ সার্চ দেন কেন তিনি ওপেন AI কে ছেড়ে গেলেন - যেই উত্তরটি পাবেন সেটি হচ্ছে - ধারণা করা হচ্ছে, AI যেই ভাবে rapid ডেভেলপমেন্ট করেছে, সেই ডেভেলপমেন্ট কে নিয়ন্ত্রণ কে করার পক্ষে ইলিয়া। এই কারণে ওপেন ai এর স্যাম এর সাথে তার মতবিরোধ এর কারণে তিনি open ai কে ছেড়ে গেছেন।
যদিও আমার মনে হয় মডেলগুলোর AGI এর ক্যাপাবিলিটি পাওয়া ,এখনো অনেক দূরে, তারপরেও মনের মধ্যে একটি প্রশ্ন থেকেই যায় - আসলে কি যত দূরে ভাবছি AGI তত দূরে ?সময়ই সেই প্রশ্নের উত্তর দিবে।


Last updated