শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ ২০২৪
PreviousExploring Top US Data Science and Analytics Master's Program - 01Nextলিংকডইনের USA এর AI /ML জব এর ডাটাসেট :: ক্যাগলে আমার তৃতীয় নোটবুক
Last updated
Last updated
ডাটাসেটটির লিংক :
নোটবুক :
আপডেট করে ফেললাম শার্ক ট্যাঙ্ক ২০২৪ এর Season 1 : Episode - 8 পর্যন্ত পর্বগুলোর ডাটাসেট
যেই ভেঞ্চার গুলো ইনভেস্টমেন্ট পেয়েছে তাদের মধ্যে কতগুলো ভেঞ্চার কত বেশি শার্কদের এনগেজ করতে পেরেছে - সেটাই এই এনালাইসিস এর মূল উদ্দেশ্য।
যেই আইডিয়া যতবেশি সার্কদের এনগেজ করতে পেরেছে (৫ জন শার্কদের) মধ্যে সেই আইডিয়ার গ্রহণযোগ্যতা তত বেশি।
পাশাপাশি দেখা গেছে যত বেশি শার্ক এনগেজ হয়েছে, তত বেশি ইকুইটি শেয়ার করতে হয়েছে উদ্যোক্তাদের। উল্টোভাবে ক্যাশ ইনভেস্টমেন্ট এর সাথে ইকুইটি নেয়ার কোনো সম্পর্ক আমি পাই নাই।
যদি আমার এনালাইসিস এবং ডাটাসেট ভালো লেগে থাকে, ক্যাগলে আপভোট করতে এবং ছোট একটা কমেন্ট করতে ভুলবেন না।