সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার উপর ডাটা এনালিটিক্স (পর্ব ১ )

" LLM model Qwen আমাকে বলতো - বেশি সময় সোশ্যাল মিডিয়ায় থাকলে বা সপ্তাহের ১৬৮ ঘন্টার মাঝে বেশি সময় ধরে নেট ইউজ করলে কি বলা যায়, অনলাইনে সে মোটামুটি কেনাকাটাও বেশি করবে ?

" বলা যাচ্ছে না। তবে আমার অবজারভেশন হচ্ছে - কত সময় থেকে কিভাবে সময়কে ইউজ করলো সেটা ইম্পরট্যান্ট ফ্যাক্টর"

" প্রচলিত ধারণা, মেয়েরা অনালাইনে বেশি কেনাকাটা করে, ছেলেদের থেকে, তোমার কি ধারণা?"

"বলা যাচ্ছে না। ডাটাসেট অনুযায়ী ফাইন্ডিংস বের হবে। তবে জেনেরালি যেই পারসেপশন মানুষের থাকে, তার রিফ্লেকশন ফাইন্ডিংস এ কিছুটা তো থাকেই ,আবার সেটা নাও থাকতে পারে"

" ডাটাসেট দেখে বলো"

" ডাটাসেট ৪টা ভ্যারিয়েবল আছে - সোশ্যাল মিডিয়াতে একজন ছেলে বা মেয়ে কতটা একটিভ, (১-৫ এর মধ্যে, ১ মানে সবচেয়ে কম, ৫ মানে সবচেয়ে বেশি ) ,সপ্তাহে ১৬৮ ঘন্টার মাঝে কত ঘন্টা সে নেট ইউজ করে, কতটা frequently একজন ছেলে বা মেয়ে various items across different types social media থেকে কেনাকাটা করে, এবং মান্থলি ইনকামের সাথে সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার যদি স্ট্রং কোররিলেশন দেখা যায়- তাহলে একটা conclusion ড্র করা যেতে পারে। এমনিতে বলা যাচ্ছে না"

ধরে ফেলেছেন আজকের এনালিটিক্স কি নিয়ে ?

যদি উত্তর হ্যা হয় (না হলেও সমস্যা নেই, পড়তে থাকুন বুঝে যাবেন ), তাহলে ডাটাসেটটিটর একটি ছোট সামারি দিয়ে কিছু ইনসাইট শেয়ার করি

সামারি : ডাটাসেটটি পেয়েছি মেন্ডেলিতে। তৈরী করেছেন Raiyan Rahman,Sifat Momen, Abul Azad, কমেন্ট লিংকে দিয়ে দিচ্ছি

২৬৬ টি রেস্পন্স এর উপরে তৈরী এই ডাটাসেটটি মূলত ২০২৪ সালের মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপরে করা। অনলাইন কেনাকাটার আচরণ - কে মাথায় রেখে প্রশ্নগুলো সাজানো। বাকিটা লিংক স্টাডি করে ডাটাসেট নামিয়ে দেখে নিতে হবে।

কিছু ইনসাইট :

১. ইন্টারনেট বেশি ইউজ করলেই যে বেশি কেনাকাটা হবে তা নয়

২. ইন্টারনেট ইউজ মানেই সোশ্যাল মিডিয়ায় সময় বেশি কাটানো নয়

৩. কত ফ্রিকয়েন্ট আপনি কিছু কিনছেন , তার সাথে কত বেশি খরচ আপনার হচ্ছে মোডেরেটলি রিলেটেড

৪. কেনাকাটার দিক থেকে ছেলেদের থেকে মেয়েদের ইম্পালসিভনেস বেশি, এখানে সোশ্যাল মিডিয়া একটা ফ্যাক্টর

৫. পেশার সাথে ইনকাম এর একটা সম্পর্ক আছে

বাকিটা ছবি কথা বলবে, ভুল অনিচ্ছাকৃত, তারপরেও ধরিয়ে দিলে সংশোধন করে নিবো

লেখা ভালো লাগলে অবশ্যই জানাবেন

বিস্তারিত এখানে :

Last updated