Case Study 1 :: মাহফুজ ভাইয়ের AC কিনা
মাহফুজ ভাই AC কিনবেন। বহুদিনের ইচ্ছার সাথে, এবার তীব্র গরম - তার এই ইচ্ছাটাকে বহুগুন বাড়িয়ে বাস্তবে রূপদান করার পর্যায়ে নিয়ে গেলো। কিন্তু AC এর ব্যাপারে মাহফুজ ভাই একেবারেই কিছু জানেন না। কোন ব্র্যান্ড এর AC, কিরকম দাম, ইনভার্টার নাকি নন ইনভার্টার, আফটার সেলস সার্ভিস - সব মিলিয়ে তিনি একেবারেই বকলম।
মাহফুজ ভাই ফেসবুকে অনেক গ্রূপের মেম্বার। ঠিক এরকম সময়ে যখন গরম তীব্র তিনি দেখলেন তার মতোই অনেকে AC কিনার জন্য মেসেজ দিয়ে গরূপে জিজ্জেস করছে। এরকম অনেক মেসেজের মাঝে একদিন তিনি কয়কেটি মেসেজ দেখলেন যেগুলো হলো :
১. " দেড় টন এসি নিতে চাই। কোন ব্র্যান্ড ভালো হবে? যারা ব্যবহার করছেন প্লিজ কমেন্ট করবেন"
২. "এসি কিনার ব্যাপারে সাজেশন চাচ্ছিলাম। বাজেট ৫৫ - ৬০ হাজার। ( Installation সহ) ১ -১.৫ টন এর মধ্যে নিতে চাছিলাম। 📌এসি ১৫- ১৫ ঘন্টা চলবে মিনিমাম। ⭕ এখন জানতে চাচ্ছিলাম কোন এসি ভাল হবে। যারা ব্যবহার করছেন তারা একটু জানাবেন। ( একটু ডিটেইলস জানতে চাচ্ছিলাম।) ⭕ ইনভার্টার নাকি নন ইনভার্টার নিব? ⭕ বিল কেমন আসতে পারে? ⭕ কিভাবে আসল নকল চিনবো, কোথা থেকে নিলে ভাল হবে। ( ঢাকার মধ্যে)। কিছু প্রশ্ন ছিল-
এসির servicing কয়দিন পর পর করাতে হয়? খরচ কেমন হয়?
আরামসে ২-৩ বছর ঝামেলা ছারা ব্যাবহার করা যাবে? প্রথমবার এসি কিনতেসি। তাই আইডিয়া নেই বল্লেও চলে। এই গ্রুপ থেকে এর আগে অনেক হেল্প পেয়েছি। তাই এখান থেকেই বেস্ট হেল্প আশা৷ করছি।"
৩. "Midea AC ইউজার কেউ আছেন? কেমন সার্ভিস দিচ্ছে? সবগুলো ব্র্যান্ডের মধ্যে এটা বেশ অ্যাফোর্ডেবল দেখছি। দাম কমের কারণে কি মান খারাপ হওয়ার ব্যাপার আছে? লং টার্ম কেউ ব্যবহার করে থাকলে রিভিউ দিবেন প্লিজ।"
আমার ইবুক ডাটা নিয়ে কথা (https://dataniyekotha.gitbook.io)-র ধারাবাহিক চ্যাপ্টার ওয়াইজ প্রকাশ পাওয়ার পরে টুকটাক অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন এবং দিচ্ছেন। জুলিয়াস এর পাশাপাশি আমি যেহেতু অন্নান্ন লার্জ ল্যাংগুয়েজ মডেল যেমন চ্যাটজিপিটি, গুগল এর জেমিনি use করি তাই একজন ইউজার হিসেবে আমি দেখেছি এগুলো ইউজ করে খুব ভালোভাবে প্রম্পটিং করে ডাটার ইনসাইট বের করে নিয়ে আশা সম্ভব। সমস্যা হতো তখন, যখন বাংলাতে আমি কিছু জানতে চাইতাম। কখনোই মন মতো আউটপুট পেতাম না। ভালো লাগতো না। গুগলের AI studio আসার পরে, আমি একটি real life problem কে মাথায় নিয়ে এর ব্যাবহার দেখতে চাইলাম।
চলুন দেখে আসি কিভাবে মাহফুজ ভাই কে - ai applciation এবং লার্জ ল্যাংগুয়েজ মডেল একটি সুন্দর এবং ভালো ডিসিশন AC কিনার ক্ষেত্রে নিতে সাহায্য করেছে।
১. কমেন্ট নম্বর ১ এর reply এর সেন্টিমেন্ট এনালাইসিস : প্রথমেই এই মেসেজটি নিয়ে কথা বলবো। " দেড় টন এসি নিতে চাই। কোন ব্র্যান্ড ভালো হবে? যারা ব্যবহার করছেন প্লিজ কমেন্ট করবেন" - এই মেসেজটির রিপ্লাই এ ৭৯ জন মন্তব্য করেছেন ফেসবুকের যে কোনো একটি গ্রূপে। সবগুলো রিপ্লাই কে , একজায়গায় নিয়ে আসা হলো। টেকনিক্যাল ভাষায় এটিকে স্ক্রাপিং বলে। নিয়ে আসার পরে, গুগল AI studio কে বলা হলো এই রিপ্লাইগুলো এনালাইসিস করে একটি রিপোর্ট তৈরী করতে।
চলুন দেখে আসি রিপোর্টের সামারি :
Total Comment : 79
Top 5 Recommended AC Brands Based on User Comments:
From the provided data, the following AC brands received the most positive feedback and recommendations:
Gree: This brand was mentioned numerous times with users praising its performance and longevity.
Several users specifically recommended Gree inverter ACs.
General: Users highlighted the quality and reliable service of General ACs, particularly emphasizing the importance of purchasing original units.
Sharp: Many users shared positive experiences with Sharp ACs, mentioning their long-lasting performance and minimal need for repairs.
Walton: This local brand gained popularity for its affordability and reliable service network across the country. Users mentioned satisfaction with both inverter and non-inverter models.
Media: This brand was recommended for its value in the medium budget range. Users reported good performance and satisfaction with its cooling capabilities.
Top 5 AC Brands with Negative Feedback:
While most brands received some positive comments, a few brands had more negative feedback:
Singer: Several users mentioned high electricity bills associated with Singer ACs, even with inverter models.
Gree (non-inverter): Although Gree inverter models were popular, one user specifically advised against purchasing Gree non-inverter ACs.
Chinese brands (unspecified): One user recommended avoiding cheap Chinese products without mentioning specific brands, suggesting potential quality concerns.
Haier: While some users recommended Haier, one comment pointed out the use of aluminum condensers in Haier and Samsung ACs, which could be a drawback for some consumers.
LG: Despite some positive feedback, one user mentioned experiencing issues with LG ACs after a few years of use.
Important Considerations:
Budget: Many users emphasized the importance of considering budget when choosing an AC brand. Options like Media and Walton were suggested for those with budget constraints, while brands like Gree, General, and Sharp were recommended for higher budgets.
Inverter vs. Non-inverter: Several users highlighted the benefits of inverter ACs for their energy efficiency and lower electricity bills.
Original Products: Ensuring the purchase of original AC units was emphasized to avoid potential quality issues associated with counterfeit products.
User Needs: Ultimately, the best AC brand depends on individual needs and preferences, such as budget, room size, desired features, and energy efficiency.
কি মনে হয় কিছু কি জানতে পারছেন AC কিনার ব্যাপারে, ভাবতে থাকুন ততক্ষনে আমরা চলে যাবো সেকেন্ড মেসেজে
২. কমেন্ট নম্বর ২ এর reply এর সেন্টিমেন্ট এনালাইসিস : এটি ছিল কমেন্ট নম্বর দুই : "এসি কিনার ব্যাপারে সাজেশন চাচ্ছিলাম। বাজেট ৫৫ - ৬০ হাজার। ( Installation সহ) ১ -১.৫ টন এর মধ্যে নিতে চাছিলাম। 📌এসি ১৫- ১৫ ঘন্টা চলবে মিনিমাম। ⭕ এখন জানতে চাচ্ছিলাম কোন এসি ভাল হবে। যারা ব্যবহার করছেন তারা একটু জানাবেন। ( একটু ডিটেইলস জানতে চাচ্ছিলাম।) ⭕ ইনভার্টার নাকি নন ইনভার্টার নিব? ⭕ বিল কেমন আসতে পারে? ⭕ কিভাবে আসল নকল চিনবো, কোথা থেকে নিলে ভাল হবে। ( ঢাকার মধ্যে)। কিছু প্রশ্ন ছিল- এসির servicing কয়দিন পর পর করাতে হয়? খরচ কেমন হয়? আরামসে ২-৩ বছর ঝামেলা ছারা ব্যাবহার করা যাবে? প্রথমবার এসি কিনতেসি। তাই আইডিয়া নেই বল্লেও চলে। এই গ্রুপ থেকে এর আগে অনেক হেল্প পেয়েছি। তাই এখান থেকেই বেস্ট হেল্প আশা৷ করছি।"
চলুক দেখে আসি এই মেসেজের রিপ্লাই এ যেই ৯৯ টি কমেন্ট পড়েছে। সেই ৯৯ টি কমেন্ট স্ক্রাপিং এর পরে গুগল AI studio কে বলা হলো এই রিপ্লাইগুলো এনালাইসিস করে একটি রিপোর্ট তৈরী করতে।
Total Comment : 99
Top 5 AC Brands with Positive Reviews:
Gree: Gree receives overwhelming positive feedback, with users praising its durability, after-sales service, and 10-year compressor warranty. Many users recommend Gree as the top choice for both 1 ton and 1.5 ton ACs, particularly emphasizing the inverter models for energy efficiency.
Haier: Haier is another popular choice, lauded for its DC inverter technology, affordability, and efficient cooling performance. Several users highlight the positive experience with Haier's customer service.
General: Users appreciate General ACs for their reliability, long lifespan (7-8 years), and hassle-free service. The brand is particularly recommended for those seeking a premium AC experience.
Hisense: As a newer entrant in the market, Hisense gains positive reviews for its competitive pricing, innovative features, and efficient cooling capabilities.
Singer: Several users share positive long-term experiences with Singer ACs, emphasizing their durability and performance in eco mode. The brand is particularly noted for its affordability and effectiveness in reducing electricity bills.
Top 5 AC brands with Negative Reviews:
Walton: Walton receives significant criticism regarding product quality, durability, and customer service. Several users report issues with various Walton appliances, including smartphones, TVs, and refrigerators, leading to a lack of trust in the brand.
Kelvinator: There are concerns about Kelvinator's reliability and durability, with some users experiencing frequent breakdowns and difficulties with after-sales service.
Media: While some users find Media ACs to be a good budget option, there is limited information and feedback available compared to other brands, leading to uncertainty about its long-term performance and reliability.
Eco+: Similar to Media, Eco+ receives mixed reviews and lacks extensive user feedback, making it difficult to gauge its overall quality and customer satisfaction.
Minister: Users express concerns about Minister AC's durability, citing instances of frequent malfunctions and breakdowns.
Additional Observations:
Inverter ACs are highly recommended for extended usage (10+ hours) due to their energy efficiency and lower electricity bills.
Room size, location, and budget are crucial factors to consider when choosing an AC.
Purchasing from authorized dealers or showrooms is essential to ensure product authenticity and access to reliable after-sales service.
Regular maintenance, particularly cleaning the filter nets, is crucial for optimal AC performance and longevity.
Disclaimer: This report is based on the analysis of user comments and does not represent a definitive evaluation of each brand. Individual experiences may vary.
এবার যে কোনো একটি AC এর ব্র্যান্ড কে ধরে সেই রিপ্লাইগুলোর সেন্টিমেন্ট আমরা এনালাইসিস করবো
৩. কমেন্ট নম্বর ৩ এর reply এর সেন্টিমেন্ট এনালাইসিস : মেসেজটি ছিল : " Midea AC ইউজার কেউ আছেন? কেমন সার্ভিস দিচ্ছে? সবগুলো ব্র্যান্ডের মধ্যে এটা বেশ অ্যাফোর্ডেবল দেখছি। দাম কমের কারণে কি মান খারাপ হওয়ার ব্যাপার আছে? লং টার্ম কেউ ব্যবহার করে থাকলে রিভিউ দিবেন প্লিজ।" - এই মেসেজটির রিপ্লাই এ ১০০ জন মন্তব্য করেছেন ফেসবুকের যে কোনো একটি গ্রূপে। সবগুলো রিপ্লাই কে স্ক্রাপিং করা হলো । স্ক্রাপিং এর পরে গুগল AI studio কে বলা হলো এই রিপ্লাইগুলো এনালাইসিস করে একটি রিপোর্ট তৈরী করতে। চলুন দেখে আসি রিপোর্ট কি বলে
5 Key Insights from Facebook User Comments on Midea ACs:
1. Generally Positive User Experience: A majority of users report satisfaction with Midea ACs,
particularly highlighting:
Value for Money: Many users consider Midea ACs a good value for their price point, offering decent performance and features without breaking the bank.
Cooling Performance: Several comments praise the cooling capacity of Midea ACs, effectively cooling rooms even in extreme heat.
Durability & Reliability: Numerous users mention using Midea ACs for several years (3+ years) without experiencing major issues, indicating good durability and reliability.
Service Quality: Positive experiences with Midea's customer service are mentioned, suggesting responsiveness and effectiveness in addressing user concerns.
2. Inverter vs. Non-Inverter Debate: There's a clear division between users of inverter and non-inverter models:
Non-Inverter Concerns: Users of non-inverter models frequently mention higher electricity bills as a drawback.
Inverter Advantages: Those with inverter ACs generally report lower electricity consumption and better temperature control.
3. Regional Differences & Quality Variations: Several comments suggest that the quality and performance of Midea ACs may vary depending on the region of manufacture or specific model. It's recommended to purchase from authorized dealers to ensure quality and authenticity.
4. Importance of Regular Maintenance: Several users emphasize the importance of timely cleaning and servicing to maintain optimal performance and cooling efficiency. Neglecting maintenance can lead to issues and reduced effectiveness.
5. Comparison with Other Brands: While Midea receives generally positive feedback, some users compare it to other brands:
Gree: A few users find Gree ACs to offer smoother cooling and better moisture control.
Sharp: One user praises the performance of a Sharp inverter AC, highlighting its cooling speed and lack of moisture issues, although at a higher price point.
Walton (Safe sub-brand): One comment suggests Walton's "Safe" sub-brand as a more affordable and quieter alternative to Midea.
Overall, Midea ACs seem to be a popular choice for budget-conscious consumers seeking reliable cooling performance. However, it's crucial to consider the inverter vs. non-inverter options and be mindful of potential regional variations in quality.
Negative Comments about Midea ACs:
Yes, several users mentioned drawbacks of Midea ACs in the provided data:
1. Higher Electricity Consumption (Non-Inverter Models):
· Several comments highlight that non-inverter Midea ACs consume more electricity compared to inverter models, leading to higher electricity bills.
· One user specifically mentions bills exceeding 1500 taka per AC, expressing uncertainty if this is typical for others.
2. Temperature Control Issues:
· One user reports experiencing inconsistent temperature control with their Midea AC, stating difficulty maintaining a specific temperature.
3. Build Quality Concerns:
· A few comments express doubts about the current build quality of Midea ACs, suggesting a potential decline compared to older models.
4. Airflow and Adjustment Time:
· One user, while acknowledging good airflow, mentions that Midea ACs take some time to adjust and reach the desired cooling level.
5. Comparison to Other Brands:
· One user, owning multiple Midea ACs, states that the quality is "not that good" compared to other brands they have used.
6. Moisture Issues (Specific Model):
· One user with a Midea inverter AC installed on a top floor experiences issues with moisture and skin dryness, finding Gree and Sharp models to perform better in this regard.
সুতরাং ২৭৮ টি ইউজার এক্সপেরিয়েন্স এর বিস্তারিত পাওয়ার এর কিছুটা হলেও তো জানতে পারলেন AC এর বর্তমান মার্কেট কিরকম ?
মাফফুজ ভাইকে হয়তো এতেই satisfied করা যেত। কিন্তু চলুন আরেকটু সামনে যাওয়া যাক। এই ২৭৮ টি ইউজার এক্সপেরিয়েন্স এর সাথে যদি গত এক মাসের নিউজ রিপোর্ট যুক্ত করা হয় কেমন হয় ?
১. প্রথম আলো : ২১ এপ্রিল ২০২৪ এর রিপোর্ট, লিংক : https://www.prothomalo.com/business/0slcj27q58
কার এতো সময় আছে রিপোর্ট বিস্তারিত পড়ার, আমি এখানে আবারও লার্জ ল্যাংগুয়েজ মডেল ইউজ করে ৬০০ শব্দের রিপোর্ট থেকে আমার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিলাম, এক নজর দেখে নেই :
ওয়ালটন: দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন বেশ জনপ্রিয় এবং তারা এ মৌসুমে উৎপাদনও বাড়িয়েছে।
গ্রী: চীনা ব্র্যান্ড গ্রী, ইলেক্ট্রোমার্টের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে এবং বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে।
Rangs: Rangs ই-মার্টের এসি বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া নিবন্ধটিতে আরও কিছু ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো বাজারে সক্রিয় রয়েছে।
সেগুলো হল: ইলেক্ট্রোমার্ট ট্রান্সকম এসকোয়্যার সিঙ্গার বাংলাদেশ বাটারফ্লাই ইলেকট্রা ইন্টারন্যাশনাল মিনিস্টার ভিশন এলজ প্রচন্ড দাবদাহে এসি বিক্রি বৃদ্ধি:
এই রিপোর্টের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্ট
১. দাবদাহে এসির চাহিদা বৃদ্ধি: দেশে চলমান তীব্র দাবদাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিক্রি ২০-৩০% বেড়েছে। বাসাবাড়িতে ব্যবহারের জন্যই বেশি এসি কেনা হচ্ছে।
২. বিক্রি বৃদ্ধির প্রমাণ: র্যাংগস ই-মার্টের মতো প্রতিষ্ঠানে এসির বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অন্যান্য ব্র্যান্ড যেমন গ্রী এবং ওয়ালটনও বিক্রি বৃদ্ধির কথা জানিয়েছে।
৩. জনপ্রিয় এসির ধরণ: বর্তমানে দেড় টন ক্ষমতার বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসির চাহিদা সবচেয়ে বেশি।
৪. দাম বৃদ্ধি: ডলার সংকট এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে গত দেড় বছরে প্রতিটি এসির দাম ১০-১৫ হাজার টাকা বেড়েছে। তবে চলতি মৌসুমে কিছু ব্র্যান্ড দাম বাড়ায়নি, বরং ছাড় এবং মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে।
৫. উৎপাদন বৃদ্ধি: গত বছরের এসি সংকটের কথা মাথায় রেখে এবার অনেক কোম্পানি, যেমন ওয়ালটন, উৎপাদন বৃদ্ধি করেছে।
৬. ভবিষ্যৎ পূর্বাভাস: আবহাওয়াবিদদের মতে, মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে, তাই এসির চাহিদা আরও বাড়তে পারে। ফলে বাজারে এসির সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
২. কালের কণ্ঠ : ১৮ এপ্রিল ২০২৪ এর রিপোর্ট , লিংক https://www.kalerkantho.com/online/business/2023/04/18/1272463 গুগল studio ব্যাবহার করে একনজরে দেখে নেই রিপোর্ট এর মূল অংশগুলো :
প্রতিবেদনটিতে যেসব ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে এবং বিক্রি বৃদ্ধির কথা বলা হয়েছে সেগুলো হল:
ওয়ালটন: দেশীয় ব্র্যান্ড হিসেবে বেশ জনপ্রিয় এবং বিক্রি বৃদ্ধি পেয়েছে ৬০%।
স্যামসাং: উদ্ভাবনী ফিচার এবং পারফরম্যান্সের জন্য জনপ্রিয়। ফাস্ট কুলিং এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির জন্য চাহিদা বেশি।
মিনিস্টার: এক্সচেঞ্জ অফার এবং নগদ ছাড়ের কারণে বিক্রি বেড়েছে ৫০% এর বেশি।
সিঙ্গার: বিক্রি বৃদ্ধি পেয়েছে ৫০% এর বেশি এবং ইতিমধ্যে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
ভিশন: প্রাণ-আরএফএল গ্রুপের এই ব্র্যান্ডের এসি বিক্রি বেড়েছে ২৫%।
এছাড়া প্রতিবেদনটিতে বাটারফ্লাই, এলজি এবং হায়ার ব্র্যান্ডের নামও উল্লেখ করা হয়েছে।
এসির দাম: ব্র্যান্ডভেদে তুলনা
ব্র্যান্ড
১ টন
১.৫ টন
২ টন
ওয়ালটন
৪২,৯০০
৪৭,৯০০
৫৭,০০০
সিঙ্গার (নন-ইনভার্টার)
৪৯,০০০
৫৯,০০০
-
সিঙ্গার (ইনভার্টার)
৫৯,০০০
৭৬,০০০
৯৩,০০০
মিনিস্টার
৩৭,৯০০
৫৯,৯০০ - ৭২,৯০০
৬৯,০০০ - ৮২,৯০০
ইকো প্লাস
৪৫,০০০
৬৯,০০০
৮৩,০০০
স্যামসাং (ইনভার্টার)
৭৩,৯০০
৯৫,৯০০
১,০৭,৯০০
এলজি
৮৬,০০০
১,১৯,০০০
১,৩৬,০০০
হায়ার
৫৩,০০০
৭৩,০০০
৮৭,০০০
দামের কিছু ইনসাইট :
সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের ১ টনের এসি (৩৭,৯০০ টাকা)।
সবচেয়ে বেশি দামে পাওয়া যাচ্ছে এলজি ব্র্যান্ডের এসি।
সিঙ্গার এবং মিনিস্টার ব্র্যান্ডে নন-ইনভার্টার এবং ইনভার্টার দুই ধরনের এসিই পাওয়া যায়।
স্যামসাং শুধুমাত্র ইনভার্টার এসি বিক্রি করে।
মনে রাখতে হবে যে, এসির দাম মডেল, ফিচার এবং প্রযুক্তির উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
রিপোর্ট টি ১০০০ শব্দের ছিল, সেটিকে ২০০ শব্দের মধ্যে নিয়ে এসে জেনে নিলাম দামসহ বিস্তারিত আরো অনেক কিছু, সেটিও করেছি গুগল AI ষ্টুডিও ইউজ করে
৩. এবার সর্বশেষ লাস্ট যেই রিপোর্টটি এনালাইসিস করবো সেটি যায়যায়দিনের। অনেকেই আছেন এসির পাশাপাশি ফ্যানের তথ্য খুজেঁন, চলুন দেখে নেই : ২৪ এপ্রিল ২০২৪ এর রিপোর্ট, লিংক : https://www.jaijaidinbd.com/city-metropolis/457972
ফ্যানের দাম (টাকায়): ধরণ এবং ব্র্যান্ড অনুযায়ী
ধরণ
ব্র্যান্ড
দাম (টাকা)
টেবিল ফ্যান (৯-১০ ইঞ্চি)
নন-ব্র্যান্ড
৭৫০ - ১,৬০০
টেবিল ফ্যান
বিভিন্ন ব্র্যান্ড
২,২০০ - ৮,০০০
সিলিং ফ্যান
দেশি ব্র্যান্ড
১,৭০০ - ৩,৫০০
সিলিং ফ্যান
বিদেশি ব্র্যান্ড
৪,৫০০ - ১০,০০০
বিশেষ দ্রষ্টব্য:
নন-ব্র্যান্ডের টেবিল ফ্যানের (টাইফুন) দাম গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।
দাম বিভিন্ন দোকান এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
এখানে সব তথ্য-ই গুগল AI studio দিয়ে এনালাইসিস করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এর বাংলা বুঝার ক্ষমতা এবং reasoning আমাকে সত্যি এইসব লার্জ ল্যাংগুয়েজ মডেলের কার্যক্ষমতা এর ব্যাপারে ভাবিয়েছে।
এবার মনে হয় AC কিনতে যাওয়া যায়, কি বলেন ?
Last updated