হিট ভালনারবিলিটি ইনডেক্স এর একটি ডাটাসেট : শহর চট্টগ্রাম
Last updated
Last updated
ডাটাসেটটি একজন ভাইয়া নক দিয়ে শেয়ার করলেন। ভাবলাম কাজ যখন করেছি, টুকটাক ইনসাইট গুলো শেয়ার করে ফেলি।
কি নিয়ে : চট্টগ্রাম এর ৪১টি ওয়ার্ডের উপরে তৈরী একটি ছোট ডাটাসেট। ওয়ার্ডগুলো হচ্ছে - দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ, পাঁচলাইশ, চান্দগাঁও, মোহরা, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর, শোলকবাহার, উত্তর পাহাড়তলী, উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, পাহাড়তলী, লালখান বাজার, বাগমনিরাম, চকবাজার, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, দেওয়ান বাজার, জামাল খান, এনায়েত বাজার, উত্তর পাঠানটুলি, উত্তর আগ্রাবাদ, রামপুর, উত্তর হালিশহর, দক্ষিণ আগ্রাবাদ, পাঠানটুলি, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি, আলকরন, আন্দরকিল্লা, ফিরিঙ্গি বাজার, পাথরঘাটা, বক্সিরহাট, গোঁসাইলডাঙ্গা, উত্তর মধ্য হালিশহর, দক্ষিণ মধ্য হালিশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা
ডাটাসেটটিতে কি কি আছে : ১. প্রতি ওয়ার্ড এর জনসংখ্যা
২. প্রতি ওয়ার্ড এর কত পার্সেন্ট ইলেক্ট্রিসিটি এর কভারেজ আছে
৩. প্রতি ওয়ার্ড এর কত পার্সেন্ট ইলেক্ট্রিসিটি এর কভারেজ নেই
৪. সিমেন্ট/ কংক্রিট /মেটাল শিট / কাঠ/ বাঁশ - এই সব কিছু দিয়ে তৈরী বিল্ডিং/স্থাপনা কতগুলো আছে (পার্সেন্টেজ)
৫. হ্যান্ড টাইলস দিয়ে তৈরী বিল্ডিং/স্থাপনা কতগুলো আছে (পার্সেন্টেজ)
৬. কোন ওয়ার্ডের , কতজন মানুষের- যে কোনো ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এ কোনো একাউণ্ট আছে (সহজ উদহারণ হিসেবে বলা যায় শোলকবাহার ওয়ার্ডের কতজনের ব্যাঙ্ক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে একাউণ্ট আছে ) (পার্সেন্টেজ)
ডাটাসেটের কাছে কি জানতে চাই : প্রতিটি ওয়ার্ড এর হিট ভালনারবিলিটি ইনডেক্স কিরকম ? কি মাথার উপরে দিয়ে গেলো ? আরেকটু সহজ ভাবে বললে প্রতিটি ওয়ার্ড এ তাপ সহনশীলতার সূচক কিরকম ? আমরা জানতে চাই কোনো ওয়ার্ড এ গরমকালে কিরকম গরমের ঝুঁকি থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের হিট ভালনারবিলিটি ইনডেক্স যত ১ এর কাছাকাছি হবে সেই ওয়ার্ড হিট ভালনারবিলিটি ইনডেক্স এ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকবে।
ডাটার ইনসাইট :
১. যেই এলাকায় মানুষ বেশি সেই এলাকায় কি তাপমাত্রা বেশি থাকবে ? উত্তর হা হলেও, জোর দিয়ে হ্যা বলতে পারছি না। ছোট একটা টেন্ডেন্সি আছে মানুষ বাড়লে তাপমাত্রা বাড়বে কিন্তু সেটি অতটা জোরালো না। খুব সম্ভব ডাটাসেট ছোট বলেই, বড়ো ডাটাসেট হলে ফলফল আরো স্পষ্ট হতো।
২. প্রথম ১০টা ওয়ার্ড যাদের স্কোরিং ১ এর কাছাকাছি তাদের বিস্তারিত পাবেন Group 1 নামের ছবিতে।
৩. সিমেন্ট/ কংক্রিট /মেটাল শিট / কাঠ/ বাঁশ- দিয়ে তৈরী স্থাপনাগুলি কি কোনো একটা জায়গার তাপমাত্রা কে প্রভাবিত করে। সোজা উত্তর - হা করে। তিনটি এনালিটিক্স করা হয়েছে প্রত্যেকটি ছবিতেই দেখা গেছে হিট স্কোরের সাথে এদের সম্পর্ক জোরালো। প্রায় ১ এর কাছাকাছি।
৪. হ্যান্ড মেড টাইলস হিট ইন্সুলেশন এর জন্য বেটার প্রটেকশন দেয় কিনা - সেটি গবেষণার ব্যাপার। তবে হিট স্কোরিং এর সাথে হ্যান্ড মেড টাইলসের একটি ইনভার্স সম্পর্ক দেখা যাচ্ছে। তার মানে যেসব জায়গায় এই হ্যান্ড মেড টাইলস ইউজড হয়েছে সেই সব জায়গায় তাপমাত্রার কম হওয়ার একটা টেন্ডেন্সি ডাটাসেটে আছে।