Pixtral 12B মডেল
Last updated
Last updated
ফ্রেঞ্চ AI স্টার্টআপ Mistral তাদের প্রথম মডেল রিলিজ করেছে, যা ছবি আর টেক্সট দুইটাই প্রোসেস করতে পারে।
এই মডেলের নাম Pixtral ১২বি। এটা ১২ বিলিয়ন প্যারামিটারের মডেল, যার সাইজ প্রায় ২৪ গিগাবাইট। প্যারামিটার আমরা যারা বুঝি না তাদের জন্য ছোট্ট একটা ব্যাখ্যা - একটি aI মডেলের সমস্যা সমাধানের দক্ষতার সাথে প্যারামিটার সম্পর্কিত, আর বেশি প্যারামিটার থাকলে মডেল সাধারণত কম প্যারামিটারযুক্ত মডেলের থেকে ভালো কাজ করে।
মিস্ত্রালের এক টেক্সট মডেল, নিমো ১২বি এর ওপর ভিত্তি করে তৈরি এই নতুন মডেলটা যেকোন আকারের যেকোন সংখ্যক ছবির প্রশ্নের উত্তর দিতে পারে।
কাজ করা হয় নাই , তারপরেও এই মডেলের কিছু বেঞ্চমার্ক চোখে পড়ার মতো
বিস্তারিত দেখতে পারেন এখানে : https://mistral.ai/news/pixtral-12b/